বড়াইগ্রাম প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াতের সাবেক নেতা ও ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বাদশাকে (৩৫) অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবারের লোকজন। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুইটি মোটরসাইকেল যোগে ৪/৫ জন সাদা পোশাকধারী ব্যক্তি চান্দাই বাজার সংলগ্ন তার গ্রামের বাড়িতে এসে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।
আব্দুল হান্নান বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং ৫ম ও ৭ম জাতীয় নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াতে ইসলামীর
মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাই মাস্টারের বড় ছেলে। আব্দুল হান্নান রাজশাহীর বোয়ালিয়া থানা জামায়াতের সাবেক সেক্রেটারী ছিলেন ও বর্তমানে ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আব্দুল হান্নানের সন্ধান পেতে তার স্ত্রী খাদিজাতুল কোবরা বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। স্ত্রী খাদিজাতুল কোবরা জানান, মঙ্গলবার রাত ৪টার
দিকে বাড়ির পিছন দরজা দিয়ে দুইটি মোটরসাইকেলে ৪-৫ জন সাদা পোশাকধারী ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাদশাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, বিষয়টি শুনেছি। আব্দুল হান্নান বাদশার সন্ধান পেতে পুলিশ যথাযথ কাজ চালিয়ে যাচ্ছে।
আর/এস