সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে এক ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে যমুনার দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকায় ও দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ শিল্পপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মুন্সী দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকার দরবেশ আলী মুন্সীর ছেলে এবং নাসির উদ্দিন সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে। আর আহতরা হলেন-শহরের একডালা মহল্লার সাইফুল ও শামীম।
এ ব্যাপারে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজে নৌকায় করে ইট নিয়ে আসছিলেন ব্যবসায়ী রাজ্জাকসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে নৌকার উপরে বজ্রপাত হলে আব্দুর রাজ্জাক মারা যান। এ সময় বজ্রপাতে আহত হন সাইফুল ও শামীম নামে দুই শ্রমিক। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, নাসির উদ্দিন শিল্পপার্ক এলাকায় সিকিউরিটি গার্ডের দায়িত্বরত ছিলেন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিএ