বিনোদন,ডেস্ক: বেশ কয়েকমাস ধরেই একে অপরকে সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার কথিত প্রেমিক মার্কিন অভিনেতা ও সঙ্গীতশিল্পী নিক জোনাস। গতকাল নিজের ৩৬তম জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী। সঙ্গে ছিলেন নিক জোনাস ও তার পরিবার।
এলে ডট কমের প্রতিবেদন অনুযায়ী, এই বছরের শেষের দিকে নাকি আংটি বদল করে নেবেন নিক ও প্রিয়াঙ্কা।
এর আগে মুম্বাইতে নিক জোনাসকে এনে মা মধু চোপড়া এবং পরিবারের সঙ্গে দেখা করানোর পর থেকে তাদের সম্পর্ক নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। এমনকি পরিবারের সঙ্গে গোয়া ঘুরতেও যান নিক ও প্রিয়াঙ্কা। এরপর দুজনে ব্রাজিলে উড়াল দেন নিকের কনসার্টে। এবার লন্ডনে নিকের পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করে ফেললেন প্রিয়াঙ্কা।
৩৭ তম জন্মদিনে নিক জোনাসকে নিয়ে লন্ডনে পাড়ি দেন প্রিয়াঙ্কা। নিকের ভাই জো জোনাস এবং তার বান্ধবী সোফি টার্নারও সঙ্গে ছিলেন। অর্থাৎ জোনাস পরিবারের সঙ্গেই লন্ডনে এবার জন্মদিন পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা এবং নিকের সেই ছবিও উঠে এসেছে সংবাদমাধ্যমের পাতায়। এসব ছবি প্রকাশের পর থেকে গুঞ্জন শুরু, শিগগিরই বয়সে ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছিল, ১৮ জুলাই, বুধবার প্রিয়াঙ্কার জন্মদিনে কোনো এক প্রিয় সমুদ্র তটে তার হাতে আংটি পরিয়ে দেবেন পঁচিশ বছর বয়সী গায়ক নিক। তবে তেমন কিছু আদৌ ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।
সম্প্রতি প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীর মা মধু চোপড়াকে। মেয়ের বিয়ের প্রশ্নে মধু চোপড়া সাংবাদিকদের বলেন, ‘আপনারা প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে যদি দেখে থাকেন, তাহলে বিয়ে নিয়েই ভাবুন। যদি না হয়, তাহলে ভাববেন না।’ অর্থাৎ নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে সঠিকভাবে কোনো উত্তর না দিয়ে তাদের বিয়ের জল্পনা উসকে দিলেন প্রিয়াঙ্কার মা।
মধু চোপড়াকে জাতীয় সংবাদমাধ্যমের এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াঙ্কার বিয়ের ব্যাপারে। তিনি পাল্টা প্রশ্ন করেন সাংবাদিককে, ‘আপনি কি সিরিয়াস? সেটা আগে বলুন।’ ওই সাংবাদিক জানান তিনি ‘সিরিয়াস’ হয়েই জিজ্ঞেস করছেন। তখন মধু বলেন, ‘আপনি সিরিয়াস হলে তো আমরাও সিরিয়াস হয়ে যাব।’ অর্থাৎ প্রিয়াঙ্কার বিয়ের কথা অস্বীকারও করেননি তার মা। আর এতেই রহস্য আরও ঘনাচ্ছে, প্রিয়াঙ্কা ও নিক জোনাসের চার হাত কি তবে এক হতে চলেছে খুব শিগগিরই!
সূত্র: এলে.কম
খবর২৪ঘণ্টা.কম/জেএন