বিনোদন,ডেস্ক: বঙ্গ রাজনীতিতে এবার স্বয়ং শ্রীকৃষ্ণের আর্বিভাব৷ বাঁশি বাজিয়ে হাজার হাজার কৃষ্ণ নামবে কলকাতার রাজপথে৷ বাঁশির শব্দ পৌঁছে যাবে নবান্নের উচ্চতলায়৷ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, এবারে সারা রাজ্য জুড়ে ধুমধাম করে জন্মাষ্ঠমী পালন করবে বিজেপি৷ বিশ্ব হিন্দু পরিষদের ওই অনুষ্ঠানে যোগ দেবেন তারা৷ এই জন্মাষ্ঠমীর নিরাপত্তার দায়িত্বে থাকছে দুর্গা বাহিনী ও বজরং দলের সদস্যরা৷
বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ আগামী ২ সেপ্টেম্বর রাজ্যের দিকে দিকে জন্মাষ্ঠমী পালন করবে৷ জন্মাষ্ঠমী উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা বের হবে৷ থাকবে ট্যাবলো, প্রসাদ বিতরণ হবে৷ আরও বিভিন্ন অনুষ্ঠান হবে৷ এমনটাই জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে চন্দ্রনাথ দাস৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘বাঁশি বাজিয়ে জন্মাষ্ঠমী পালন করা হবে৷’’
রাম নবমীতে তির ধনুক তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছিল বিজেপি৷ এবার বাঁশি এবং শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হবে৷ দুর্গাবাহিনী এবং বজরং দল যারা জন্মাষ্ঠমী পালন করবেন তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷ চন্দ্রনাথ জানিয়েছেন, ১৯৬৪ সালে জন্মাষ্ঠমীর দিনেই বিশ্ব হিন্দু পরিষদের জন্ম হয়েছিল৷ প্রতি বছর জন্মাষ্ঠমী দিকে দিকে পালন করা হয়৷ এবছরও তার অন্যথা হবে না৷ সমস্ত রাজনীতির মানুষ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেন৷
তিনি আরও জানান, বিজেপি তো আসবেই৷ তৃণমূল ও সিপিএম এবং কংগ্রেসের লোকজনও আসবে৷ তৃণমূলের নামী নেতারা বাদ দিয়ে বাকি সবাই তলে তলে আমাদের সঙ্গে যোগ রাখেন৷ তারা বলেন যে হিন্দু মত পেতে হলে বিশ্ব হিন্দু পরিষদের কাছে আসতেই হবে৷ আর সিপিএম ও কংগ্রেস এই ব্যাপারটা আগেই বুঝেছিল৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন