গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১৭ মার্চ) সকাল ১১ টায় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে জাতির জনকের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকাল ৫ টায় একাডেমিক ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেক কাটেন ও আলোচনা সভার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, প্রোক্টর মোঃ আশিকুজ্জামান ভূইয়া প্রমুখ।
বক্তারা, বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরা ও বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ