1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি: মেয়র আব্বাসের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা   - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি: মেয়র আব্বাসের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা  

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন কেন্দ্র করে  কটূক্তি এবং সেটি নির্মাণে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিন থানায় তিনটি মামলার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিভিন্ন সময়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় তিনটি মামলার এজাহার হিসেবে অভিযোগ করা হয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়েছে বলে বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার সুলতানা খবর ২৪ ঘন্টাকে নিশ্চিত করেছেন।

রাজপাড়া অফিসার ইনচার্জ (ওসি)  মাজহারুল ইসলাম খবর ২৪ ঘন্টাকে বলেন,  তিন থানায়  তিনটি মামলা দেওয়া হলেও ঢাকা থেকে একটি মামলার নির্দেশনা এসেছে। তবে কেউ চাইলে কোর্টে মামলা করতে পারেন। আমার থানায় কোন মামলা হয়নি।

এদিকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান হোসেন খবর ২৪ ঘন্টাকে বলেন, আমার থানায় কোন মামলা রেকর্ড হয়নি তবে তদন্ত চলছে।

বোয়ালিয়া থানায় করা মামলার বাদী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

চন্দ্রিমা থানায় করা এজাহারের বাদী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং রাজপাড়া থানায় মামলার অভিযোগ করেছেন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন।

তিনটি এজাহারের কপিও গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে।

প্রসঙ্গত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এর পর তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST