সংবাদ বিজ্ঞপ্তি: স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।
আজ সকাল ৮ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তন চত্বরে (নানকিং সলগ্ন) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বাঙালি জাতির জনক ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, এ সময় আরো উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমকে