খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবিরপুকুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুদু মন্ডল (২৮) নিহত হয়েছেন ও দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ দুপুরে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটির আটক করে গ্লাস ভাঙচুর করেছে।
নিহত বুদু বগুড়া সদর উপজেলার গোদারপাড়ার এলাকার রফিক মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই এলাকার নাদিম হোসেন (২৫) ও সাহেদ মিয়া (২২)।
কাহালু থানার এসআই বজেশ্বর বর্মন জানান, বগুড়া থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। আহতদের মেডিকেল নেওয়ার পর বুদু মারা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ