বগুড়া প্রতিনিধিঃ র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাতহান্ডা গ্রামের মোছা. ওমিছা ওরফে খুদুন (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪৪ হাজার টাকা ১টি মোবাইলসহ গ্রেফতার করেছে। আজ রবিবার বিকেল পৌনে ৩ টার দিকে র্যাব-১২ এই অভিযান পরিচালনা করে।
ব্যাব-১২ বগুড়ার কমান্ডার মেজর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল উল্লেখিত গ্রামে অভিযান চালায়। এ সময় ৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪৪ হাজার টাকা ১টি মোবাইল সেটসহ মোছা. ওমিছা ওরফে খুদুনকে (৫৫) গ্রেফতার করে। ওমিছা ওই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাব-১২ জানায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই