বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় আজ ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ খন্দকার (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হামিদ ক্ষেতলাল উপজেলার পাঁচুইল আকন্দ পাড়ায় মৃত আনোয়ার খন্দকারের ছেলে। দীর্ঘদিন ধরে হামিদ কাহালু উপজেলার জাঙ্গাল পাড়ায় বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাটের প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে হামিদ যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় হামিদের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।