বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শাকপালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবু হানিফ মিস্টার। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক ছিলেন।
শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শাকপালা বাসস্ট্যান্ডে আবু হানিফকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘন্টা/নই