শেরপুর বগুড়া প্রতিনিধি: করনো ভাইরাসে রোগী আক্রান্ত হবার পর বগুড়ায় ভীড় বেড়েছে ফেস মাস্কের দোকানে। বিক্রিও হচ্ছে দি¦গুণ দামে।
রোববার সন্ধ্যা থেকেই বগুড়া শহরসহ আশে পাশের বিভিন্ন উপজেলায় মাস্কের দোকানে ক্রেতা বাড়তে থাকে। সোমবার (৯মার্চ) শহরের সাতমাথায় দেখা গেছে মাস্ক বিক্রির ভ্রাম্যমাণ দোকানে সব বয়সীদের ভীড়।
করোনা ভাইরাস আতংকে সুরক্ষিত রাখতে অনেকেই এক বা একাধিক মাস্ক কিনছেন। বিক্রেতা বাপ্পী হোসেন ও খোরশেদ আলম জানান, বর্তমানে প্রতিটি মাস্ক ৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। যেটি দুদিন আগে ছিল ২০ টাকা। আর সাধারণ মাস্ক ২০ টাকা কওে বিক্রি হচ্ছে যা ছিল ১০টাকা।
শেরপুর বাসষ্ট্যান্ড এলাকার মাস্ক ব্যবসায়ী মুসা মিয়া জানান, রোববার রাতে ২০ ডজন মাস্ক বিক্রি করেছি। পাইকারী বাজারে চাহিদামত মাস্ক পাওয়া যাচ্ছে না। তাই বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
শহরের মালতিনগর এলাকার এরশাদ মিয়া জানান, ভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য নিজ ও পরিবারের জন্য মাস্ক কিনছি। কিন্তু যে মাস্কের দাম ছিল কয়েকদিন পুর্বে ১০টাকা এখন তা ২০ টাকা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই