জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বর ও কনেসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক চারজনকে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বার্হী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীরের কার্যালয়ের হাজির করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মেয়ের বাবা ও ছেলের মামাকে আদালত ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে বর ও কনেকে খালাস প্রদান করেন।
আটকরা হলেন, কনে স্কুলছাত্রী শাবনুর খাতুন, তার বাবা শাহারুল ইসলাম, বর ছেলে ফরহাদ হোসেন তার মামা ছামছুল ইসলাম।
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামের শাহারুল ইসলামের মেয়ে কিচক দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শাবনুর খাতুন (১৩) সঙ্গে একই গ্রামের মোবারক আলীর ছেলে ফরহাদ হোসেনের (১৮) বিয়ের দিন ধার্য্য হয়।
উভয় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাত সাড়ে ১১ টার দিকে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এসময় গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর-কনেসহ উভয় পরিবারের চারজনকে আটক করে।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, সাজাপ্রাপ্ত দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ