বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে থানা পুলিশ কেজি স্কুলের পরিচালক, কলেজ ছাত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের থানা পুলিশ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করে।
জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরন বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার গণিত পরিক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্রসহ হাতেনাতে ২ যুবককে অটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলো সোনাতলা উপজেলার হাড়িয়াকান্দি গ্রামের মোঃ বাদশা মন্ডলের ছেলে শফিউর রহমান (২০) ও শিহিপুর (দক্ষিণ পাড়া) গ্রামের আব্দুর রশিদের ছেলে হারুন মিয়া (১৮)। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আটকৃতদের শিকারোক্তি মোতাবেক শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কর্পূর বাজারে অবস্থিত আমেনা কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের পরিচালক কলসদহ গ্রামের আলীম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও কাতলাহার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে কলেজ ছাত্র রাকিব হোসেন (২০) কে আটক করে।
বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্র সচিব বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ