1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

বগুড়ায় পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপটেম্বর, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:‘তাড়াহুড়া না করি, নিরাপদে বাড়ি ফিরি’ এই শ্লোগান নিয়ে সরকার ঘোষিত গণ পরিবহনে যাত্রীদের পূর্ব নির্ধারিত ভাড়া কার্যকর ও অতিরিক্ত যাত্রী বহন না করাসহ যাত্রীসেবায় মাস্ক ব্যবহার নিশ্চিত করণে শেরপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে গতকাল বুধবার দুপুর ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড, মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওয়নের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ কাজল কুমার নন্দী, উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালীন সময়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওয়নের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান ইবনে রহমান বলেন, সরকার ঘোষিত গত ১ সেপ্টেম্বর থেকে গণ পরিবহনে যাত্রীদের পূর্ব নির্ধারিত ভাড়া কার্যকর ও অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালক, হেলপার ও যাত্রীসেবায় মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে জনসচেতনমূলক কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। তাছাড়া যাত্রীসেবা নিশ্চিত করন, মহাসড়কে থ্রি-হুইলারের যাতায়াত বন্ধ হলেই দূর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আসবে। এ লক্ষে গণপরিবহন ও থ্রি-হুইলার চালকদের নিরুসাহিত করা হচ্ছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST