বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মোকামতলায় ট্রাক-সিএনজি টেম্পুর সংঘর্ষে শিলা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সে বগুড়ার গাবতলী উপজেলার সুলতানপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর চৌকিরঘাট নামকস্থানে বগুড়াগামী একটি ট্রাক সিএনজি চালিত টেম্পু মহাসড়কে উঠার সময় মুখোমুখী সংঘর্ষে বাধলে টেম্পুর যাত্রী শিলা বেগম গুরুত্বর আহত হয়। পরে বগুড়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত শিলা কেজি স্কুলে তার সন্তানকে আনার জন্য মোকামতলা বন্দরে যাচ্ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ