খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আবদুর রশিদ ডাবলু (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি এই হাসপাতালেই কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহর থেকে মহাস্থানগামী একটি সিএনজি অটোরিকশা বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রাক সামনে থেকে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ গুরুতর আহত ৫ জনকে স্থানীয় রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত আবদুর রশিদ ডাবলু শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসকদের সহকারী ছিলেন। তিনি সুদামপুর গ্রামের মৃত বজলার রহমানের ছেলে।
খবর২৪ঘণ্টা.কম/নজ