বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের নীচে পড়ে সারোয়ার হোসেন (৪২) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার দুপরে উপজেলার নামুজা বারমাইল সড়কের বীরকেদার এলাকায় দুর্ঘটনায় সারোয়ায় নিহত হন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক সারোয়ার নওগাঁর দিকে যাচ্ছিলেন। এসময় পরপর দুটি ট্রাক বগুড়ামুখি যাচ্ছিল। দুটি ট্রাক একে অপরকে ওভার টেকিং করার সময় ধাক্কা লেগে সারোয়ার নিহত হয়।
বগুড়ার কাহালু থানার এস আই আবু হেলাল জানান, সারোয়ার শিবগঞ্জ উপজেলার বিহার কলেজপাড়ার আঃ সাত্তারের পুত্র। তিনি মটরসাইকেল নিয়ে নওগাঁ যাচ্ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ