বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুরিকাঘাতে আব্দুল হাকিম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আব্দুল হাকিম উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেড়াগাড়ী এলাকায় রাস্তার উপর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাদাস হাট থেকে বাড়ি ফেরার পথে বেড়াগাড়ী নামক স্থানে রাস্তার উপর কে বা কারা আব্দুল হাকিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। তবে নিহতের স্বজনেরা স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহ করছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্ত চলছে। প্রকৃত অপারাধীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।
খবর২৪ঘন্টা/নই