নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় জেলায় এ পর্যন্ত করোনায় ১০০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়। আর শনিবার পর্যন্ত বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৯৫ জনের। আর নতুন ৫ জন নিয়ে ১০০ জনে দাঁড়িয়েছে মৃত্যুর সংখ্যা। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজশাহী বিভাগের ৮টি জেলায় এ পর্যন্ত মারা গেছে ১৬২ জন। ১৬২ জনের মধ্যে ১০০ জনই
বগুড়া জেলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলায়। এ জেলায় ২২ জন মারা গেছে। তৃতীয় অবস্থানে রয়েছে নওগাঁ জেলা। এ জেলায় মারা গেছে ১৩ জন। ৬২ জনের মধ্যে রাজশাহী জেলায় ২২, চাঁপাইনবাবগঞ্জ ৪ জন, নওগাঁ ১৩, নাটোর ১ জন, জয়পুরহাট ২ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন । বগুড়া জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৫০৫ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৯০৬ জন।
এমকে