জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বিকেলে লোকমুখে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমে অবস্থিত ছোনকা এলাকার একটি পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেবল মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ