বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ফজলুল হক (৬২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার হাসনারপাড়া গ্রোয়েনের উত্তর পাশে যমুনা নদীর দূর্গম চরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর দীঘাপাড়ার মৃত কিয়াস উদ্দিনের ছেলে কৃষক ফজলুল হক আওয়ামী লীগের রাজনীতি করতেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি সারিয়াকান্দি বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। হাসনারপাড়া গ্রোয়েনের উত্তর পাশে যমুনা নদীর চরে পৌঁছলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।
পথচারীরা টের পেয়ে তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে রাত পৌণে ১০টার দিকে তিনি মারা যান।
সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকান্ডের কারণ ও কারা জড়িত তা জানা যায়নি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ