বগুড়া প্রতিনিধিঃ বগুড়া থেকে পুলিশ মঙ্গলবার রাতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ জন জেএমবি’র এহসার সদস্য। এরা হলো জামিনুর রহমান(৪২) ও মোশারফ হোসেন (২৭)। বগুড়া ডিবি পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে বগুড়া ডিবি পুলিশের একটি টিম রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করে। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বানিস্বর দক্ষিন পাড়া এলাকায়। তাকে জিজ্ঞাসবাদ করে অভিযান চালান হয় নওগাঁর নিয়ামতপুরে। সেখান থেকে জঙ্গী জামিনুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। জামিনুর নিয়ামতপুরে শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিলো। তার বাড়ি মান্দা উপজেলার চককেশবপুরে। দুই দুধর্ষ জঙ্গী সদস্যর নিকট থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি সহ ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত দুই জঙ্গীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত দুই জেএমবিকে গ্রেফতারের পর পাওয়া তথ্যানুযায়ী আরো অভিযান চালানো হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ