1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ার ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০২:৫ পূর্বাহ্ন

বগুড়ার ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: স্থানীয় ইউনিয়ন পরিষদের জায়গায় মসজিদ নির্মাণপূর্বক সার্বিক উন্নয়ন কাজে অনুদান আদায়ে বাঁধা দিয়ে আসছে একই ইউনিয়নের প্রভাবশালী কুচক্রীমহল। এর প্রেক্ষিতে উন্নয়ন প্রকল্পে সহযোগী ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের বিরুদ্ধেও মিথ্যা ও উদ্দেশ্য প্রণেদিতভাবে সম্প্রতি সংবাদ প্রকাশ ও মানববন্ধন করে আসছে কতিপয় প্রভাবশালীরা। এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য। ৮ আগষ্ট শনিবার দুপুর ১২টায় শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে খানপুর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের জায়গায় একটি ৩ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজ শুরু করেন সংশ্লিষ্ট পরিষদ। মসজিদের উন্নয়নে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে অনুদানের পাশাপাশি ইউনিয়নের ধর্মপ্রাণ ব্যাক্তি অনুদান দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়ন পরিষদের অনুকুলে বিভিন্ন সুবিধাভোগীরা তাদের ভাতার অর্থ থেকে মসজিদ কমিটির রশিদমুলে কিছু অনুদান প্রদান করেন। কিন্তু এসব ভাতাভোগীদের অনুদানের অর্থ নেয়াকে কেন্দ্র করে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু ও ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে জড়িয়ে সুবিধাভোগীদের ভাতা প্রদানে উৎকোচ গ্রহনের মিথ্যা তথ্য দিয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে কয়েকটি পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনেদিত সংবাদ প্রকাশ করায় এলাকার প্রভাবশালী কুচক্রীমহল। অথচ ইউনিয়নের সুবিধাভোগী হতদরিদ্র, দুস্থ, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতার কার্ডধারীদের দেয়া মসজিদ উন্নয়ন কাজের অনুদানের অর্থ দিয়েই পানি ঘোলা করে মাছ ধরার চেষ্টা করছে প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগের শীর্ষ একনেতা।
তাছাড়া স্বাধীনতার পর অবধি বর্তমান পরিষদের অনুকুলে শেরপুর উপজেলার সংশ্লিষ্ট খানপুর ইউনিয়নের অভূতপূর্ব উন্নয়নে ঈশর্^াম্বিত ও ¤øান করে দেয়ার অপচেষ্টাকারী উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা বিগত ২০১১ সালের ইউপি নির্বাচনে দলীয় প্রার্থির বাহিরে বিএনপি’র প্রার্থীর স্বপক্ষে কাজ করার অভিযোগ এবং চলতি মেয়াদে আপন দু’ভাই চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করে তৃতীয়স্থানে পরাজিত হয়েছিল। তাই বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের নানাভাবে হেনস্তা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, রাজনৈতিক ফায়দা লুটতেই এহেন কুটকৌশলে মেতে উঠেছে ওই উপজেলার পর্যায়ের ওই প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। সম্মেলনে রাজনৈতিক ফায়দা লুটের অপচেষ্টাকারী ও কুচক্রীমহলের বিরুদ্ধাচারণ কর্মকান্ড প্রকাশিত সংবাদের প্রতিবাদসহ বর্তমান প্রধানমন্ত্রীর দেশ উন্নয়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নের উন্নয়নমুলক কর্মকান্ডসহ বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মোজাফফর রহমান, রেজাউল করিম, রানু বালা, ফরিদ উদ্দিন, ওমর আলী. আজিজুল হক, ফুলেরা খাতুন, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST