বগুড়ার শেরপুর পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডুর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বগুড়া জেলাধীন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি শেরপুর পৌরসভা নির্বাচন হবে। ওই নির্বাচনে সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডুকে মনোনয়ন দেয় বিএনপি। এতে ক্ষুব্দ হয়ে মনোনয়ন প্রত্যাশী জানে আলম খোকা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করার পরও প্রত্যাহার না করায় তাকে বহিষ্কার করা হলো।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জানে আলম দুবার শেরপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। বিএনপির দলীয় প্রার্থী হয়ে বগুড়া-৫ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টাসহ শেরপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি।
সূত্র জানায়, বিএনপির দলীয় মেয়র প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ বর্তমানে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনিও শেরপুর পৌরসভার একবার মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন।
জেএন