শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এক গরু ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করে তিনটি গরু ছিনতাই করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের আব্দুস সামাদ প্রামানিকের ছেলে মো. শাহজাহান আলী (৬০) দীর্ঘদিন যাবত ভবানীপুর বাজারের পশ্চিমপার্শ্বে একটি চাতালে গরু ও ছাগলের ব্যবসা করে আসছিল। শুক্রবার রাত ২টার দিকে অজ্ঞাত দুর্বত্তরা তাকে শ্বাসরোধ ও জখম করে হত্যা করে তিনটি গরু ও একটি খাসি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দিলে শেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই ওসমান গনি জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। সম্ভবত গরু ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা, জেএন