শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের হামছায়াপুরে বুধবার দ্র্র্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী (৪০) নিহত হয়েছে।এলাকাবাসী জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের হামছায়াপুরে একটি অটো মিলের পার্শে¦ রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পথচারীকে ধাক্কা দিয়ে ঢাকাগামী একটি বাস চলে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস
ষ্টেশনের দমকলকর্মীরা তাকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।এ ব্যাপারে শেরপুর থানার ডিউটি অফিসার এএসআই রফিক জানান, এ ধরনের কোন খবর আমরা পাইনি।শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানা গেছে, আহত অবস্থায় অজ্ঞাত ও ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা, জেএন