শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রীজ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে বাবু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাড়ই এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি মোটর সাইকেলের সাথে চান্দাইকোনামুখী একটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে দুই মোটর সাইকেলে থাকা ৫ জনই আহত হয়। তাদেরকে দ্রæত বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে এর মধ্যে দুঁপচাচিয়া উপজেলার জামরুল গ্রামের মজিবর রহমানের ছেলে বাবু মিয়া মারা যায়। আরও আরো এক যুবকের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে। এনই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।