শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী মনোয়ার হোসেন (২৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।
শুক্রবার রাত্রী সোয়া ৮টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় মোমিন ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মনোয়ার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা দাশরা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল নন্দী জানান, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী পিকআপ (জয়পুরহাট-ন-১১-০০৩৯)ছোনকা বাজার এলাকায় মোমিন ফিলিং স্টেশনের সামনে পোঁছিলে বিপরীত থেকে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৮০১৯) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী মনোয়ারের মৃত্যু হয়। দুঘটনা কবলিত পিকআপ ও মাইক্রোবাস পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি জানান।
খবর ২৪ঘণ্টা/ নই