শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাচঁদেউলী বেলতলা নামকস্থানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঈদ মেলায় অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়া চলছে। ঈদ মেলার নামে নারী দেহের নগ্ন প্রদর্শনী ও জুয়ার আয়োজন করায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ বছর রোজার কারণে রানীরহাট মেলার আয়োজন না হওয়ায় পাচঁদেউলী গ্রামের বকুল, ফাইসুল সহ কয়েকজন ব্যক্তি মিলে বেলতলা নামক স্থানে ঈদ মেলার নামে বিচিত্রা ও জুয়ার আয়োজন করে। প্রশাসনের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে শুরু হওয়া জমজমাট অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলবে আরো কয়েকদিন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। বিষয়টি দেখব।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, শেরপুরে ঈদ মেলার অনুমতির জন্য কেউ আবেদন করেনি। অশ্লীল নৃত্য ও জুয়া চলার কোন খবর পাইনি। এগুলো বন্ধে ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা, জেএন