আব্দুস সালাম শাহীন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি, : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে র্কমস্থলমুখী যাত্রীদরে নিকট থেকে বগুড়ার শেরপুরে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
শহরের ঢাকা বাস কাউন্টার টার্মিনালে বিভিন্ন পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও দেখার যেন কেউ নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীরা টিকিট না পেয়ে বাধ্য হয়ইে র্কমস্থলে যাবার জন্য ৩শ থেেক সাড়ে ৩শ টাকার ভাড়া ৫শ টাকা থেেক ৮শ টাকা দিতে বাধ্য হচ্ছে যাত্রীরা। কাউন্টারগুলো ছাড়াও ভ্রাম্যমাণ কাউন্টার বসিয়ে বিভিন্ন বেনামে লক্কর ঝক্কর ফিটনেস বিহীন যাত্রীবাহী বাসের জন্য বিভিন্ন সময় জরুরীভাবে দিগুণ থেকে তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে জানায় ভ‚ক্তোভোগী যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রীরা আরও জানান, ছুটি শেষ-র্কমস্থলে যোগদান করতেই হবে, তাই বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে আমাদের।
অথচ যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়ার বিষয়ে স্থানীয় ভাবে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার মনিটরিং লক্ষ্য করা যায় নি।
খবর২৪ঘণ্টা, জেএন