1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ার শেরপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলা, ২০১৯

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বগুড়ার শেরপুরে চকধলী-জয়নগর সরকারি রাস্তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ইউক্যালিপ্টাস গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী সাইফুল ইসলাম সরকার ও তার ছেলে তানভিরের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত রোববার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের মৃত আলহাজ¦ এরফান আলীর ছেলে প্রভাবশালী সাইফুল ইসলাম সরকার গত ২৯ জুন চকধলী-জয়নগর রাস্তার প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২২টি ইউক্যালিপ্টাস গাছ কেটে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে সরকারি সম্পদ লুটপাট করা হয়েছে। ওই রাস্তার ২২টি গাছ কেটে নিলেও আরও প্রায় অর্ধশতাধিক গাছ কাটার পায়তারা করছেন। এহেন ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তথ্যচিত্র সংগ্রহ করতে গেলে ওই পিতা-পুত্র দ্বয় তাদেরকে মোবাইল ফোনে অশালীন ভাষায় নানা হুমকীও দেয়।

এ ব্যাপারে একাধিক এলাকাবাসিরা জানায়, কয়েক বছর আগে সরকারি রাস্তার মাটি কেটে তার নিজস্ব জমির আয়তন বাড়িয়ে ওই জমির পাশ দিয়ে কিছু ইউক্যালিপ্টাস গাছ রোপন করেন। সেই গাছগুলো ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক কেটে নিয়েছে। তাছাড়া এলাকার কোথাও বিক্রি না করে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার এক কাঠ ব্যবসায়ীর কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেছেন বলেও এলাকাবাসীরা জানিয়েছেন। এ ঘটনায় সচেতন এলাকাবাসীর পক্ষে নুরুন্নবী মন্ডল বাদি হয়ে ৭ জুলাই রোববার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সাইফুল ইসলাম সরকার জানান, গাছগুলো আমার জায়গায় রোপন করেছিলাম। তাই আমি কেটে নিয়েছি। আপনাদের যা করার করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, গাছকাটা সংক্রান্ত ঘটনার অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST