1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফ্লোরাল বিকিনিতে ভাইরাল ইয়ামি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

ফ্লোরাল বিকিনিতে ভাইরাল ইয়ামি

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

বিনোদন,ডেস্ক: বলিউড ডিভা ইয়ামি গৌতমের ট্রান্সফরমেশনে অবাক ভক্তরা৷ বব হেয়ারকাট তাঁকে বেশ স্যুট করেছে বলেই বলছে ইয়ামি ফ্যানেরা৷ সম্প্রতি হংকং এ ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী৷ সেখানকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছেন ইয়ামি৷ অবশ্য ইয়ামির থেকেও ভাইরাল হয়েছে তাঁর আউটফিট৷ একটি নীল রঙের টিউব টপ পরা ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷ বিকিনি না পরেও যে সমুদ্রের ধারে স্টাইলিশ পোশাকে ঘোরা যায় তা প্রমাণ করে দিলেন ইয়ামি৷

প্রসঙ্গত ইয়ামিকে ‘বত্তি গুল মিটার চালু’ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বত্তি গুল মিটার চালু’র ট্রেলার৷ প্রথমদিকে কমেডি ছবি মনে হলেও পুরোপুরি কমেডি ছবি কিন্তু একেবারেই নয়৷ কারণ কমেডির মোড়কে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে কড়া জবাব৷ তবে ডার্ক কমেডি ভেবে বসলে কিন্তু ভুল করবেন দর্শক৷ আজকাল কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ছবি বলে ভাগাভাগি করা চলে না৷ কারণ কমার্শিয়াল ছবিতেও হিরো-হিরোইনের নাচ এবং রোম্যান্স ছাড়াও দর্শকের মনে দাগ কাটার মতো অনেক এলিমেন্ট থাকে৷

চিত্রনাট্য অনুযায়ী, শাহিদ, শ্রদ্ধা এবং দিব্যেন্দু ছবির মুখ্য তিনটি চরিত্র৷ তিন বন্ধু যে জায়গায় থাকে সেই পাহাড়ি এলাকায় বিদ্যুতের খুব সমস্যা৷ চব্বিশ ঘন্টায় অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না৷ এমনই পরিস্থিতিতে অদ্ভুতভাবে দিব্যেন্দুর কাছে আড়াই লাখ টাকার বিল পৌঁছে যায়৷ যে জায়গায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না সেখানে এতো টাকার বিল আসে কী করে!

সমাজের ওপরের মহল থেকে শুরু করে ইলেকট্রিসির অফিসেও কথা বলে এই বিলের কারণ খোঁজার চেষ্টা করে সে৷ উল্টে তাকে হুমকি দেওয়া সময় মত বিল পেমেন্ট না করলে তাঁর বাড়িতে ওয়ারেন্ট যাবে৷ পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দিব্যেন্দু৷ একটি ইলেকট্রিসিটি বিলের কারণে দুর্বিসহ হয়ে উঠল সকলের জীবন৷

দিব্যেন্দুর আত্মহত্যায় তার পরিবার ছাডা়ও সবচেয়ে বেশি আঘাত পেল শাহিদ এবং শ্রদ্ধা৷ শুরু হল তাদের লড়াই৷ দিব্যেন্দুর মৃত্যু আদেও আত্মহত্যা নয়, সমাজের দুর্নীতি তাকে খুন করেছে৷ তাকে নিজের প্রাণ নিতে বাধ্য করেছেন৷ সমাজের উঁচু স্তরের প্রত্যেকের সঙ্গে সংঘর্ষে নামতে থাকে শাহিদ৷ তার পাশে ঢাল হয়ে দাঁড়ায় শ্রদ্ধা৷ তাদের লড়াই আদালতের চার দেওয়াল অবধিও উঠে যায়৷ অবশেষে কী হবে হবে এর পরিণাম? উত্তর মিলবে ২১ সেপ্টেম্বর৷ সব ঠিকমত চললেই চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি৷

শাহিদ শ্রদ্ধার পাহাড়ি অ্যাকসেন্টে ইতিমধ্যে থাম্বস আপ বসিয়ে দিয়েছেন ভক্তরা৷ তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ডায়লগ, কস্টিউম সব পছন্দ হয়েছে নেটিজেনের৷ ছবির পরিচালনায় রয়েছেন শ্রী নারায়ণ সিং৷ মুভিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুধির পান্ডে, সুপ্রিয়া পিলগাওকরকে৷ বহুদিন পর বিগস্ক্রিনে ফিরছেন ফারিদা জালাল৷ ইয়ামি গৌতমও রয়েছেন একজন আইনজীবির চরিত্রে৷ তবে ট্রেলারে ইয়ামির তেমন দৃশ্য ছিল না৷ /জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST