খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রেবেসের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। হামলাকারী জিম্মি করে রেখেছে আরও ছয়জনকে। ঘটনাটিকে ‘গুরুতর’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) বেলার ১১টার পর পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামে মার্কেটটিতে এ হামলা চালানো হয়।
স্থানীয় লোকজন বলছেন, ভেতরে ঢুকেই অন্তত আটজনকে জিম্মি করে বন্দুকধারী। পরে মার্কেটের কসাইসহ দু’জনকে হত্যা করা হয়।
পুলিশের বরাত দিয়ে দু’জনের মৃত্যুর খবর দিয়েছে যুক্তরাজ্যের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম।
ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ বলেছেন, ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি সংকট অবসানে অভিযানের প্রস্তুতিও নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে এবং ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ