খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স ও দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়াম। ফাইনালে ওঠার লড়াইয়ে পূর্ণ শক্তি আর পরিকল্পনা নিয়েই যে তারা মাঠে নামবে তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকুর দিকে।
বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বের প্রথম দু’ম্যাচে চার গোল করেন তিনি। কিন্তু শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে গোলের দেখা পাননি লুকাকু। তাই গোলের জন্য মরিয়া এই স্ট্রাইকার ফ্রান্সের বিপক্ষে আজ গোল পাবেন বলে জানিয়ে দিলেন।
লুকাকু বলেন, ‘প্রথম দু’ম্যাচে গোল করেছিলাম। কিন্তু শেষ দু’ম্যাচে গোল করতে পারিনি। এ জন্য আমি চিন্তিত নই। কারণ, শেষ দু’ম্যাচে আমার ভুলেই গোল করতে পারিনি। এমন ভুল না করার চেষ্টা করবো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেই গোল পেয়ে যাবো বলে আশা করি। আমার লক্ষ্যই থাকবে, যেকোনো উপায়ে গোল করা।’
খবর ২৪ঘণ্টা/ নই