1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফ্রান্সের প্রতিশোধ নাকি আর্জেন্টিনার জয়যাত্রা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

ফ্রান্সের প্রতিশোধ নাকি আর্জেন্টিনার জয়যাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

চলমান প্যারিস অলিম্পিক ফুটবলের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। তবে দুর্দান্ত কামব্যাকে আসরের কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে উত্তপ্ত প্যারিস। কারণ, ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসি-ডি মারিয়ারা। যার প্রভাব পড়েছে অলিম্পিকেও। এই ম্যাচে মাঠে লড়াইয়ের পাশাপাশি ফরাসি দর্শকদের বিপক্ষেও যুদ্ধ করতে হবে আর্জেন্টাইন ফুটবলারদের।

তাই অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল মঞ্চে ফ্রান্স-আর্জেন্টিনার লড়াই জমজমাট হওয়ারই আভাস মিলছে। শক্তিমত্তায় সমান হলেও, এই টুর্নামেন্টে পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা।

গ্রুপ পর্বে স্বাগতিক ফ্রান্স তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ সেরা হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ হেরে শুরু করে আসর। পরের দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠলেও গ্রুপ সেরা হতে পারেনি। কাজেই শেষ আটে পাচ্ছে শক্তিশালী প্রতিপক্ষকে।

কাতার বিশ্বকাপের স্কোয়াডে থাকা গোলরক্ষক হেরোনিমো রুই রয়েছে এবারের অলিম্পিকে। তিনি বলেন, খুবই বিশেষ অনুভূতি হচ্ছে। বিশ্বকাপ ফাইনালের পর অনেক ঘটনা পেরিয়ে এটিই দুই দলের প্রথম মুখোমুখি। আমরা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা চ্যাম্পিয়ন সবাই আমাদের হারাতে চাইবে।

কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানেন এই ম্যাচ কতটা কঠিন। এমনিতে ফ্রান্সের মতন শক্তিশালী দল। তার উপর খেলা হবে প্রতিপক্ষের মাঠে। দর্শকদের প্রবল স্রোতের বিরুদ্ধেও লড়তে হবে তাদের।

আর্জেন্টাইন কোচ বলেন, আমি তাদের বলেছি তোমরা স্বাগতিকদের বিপক্ষে খেলবে। দর্শকদের সমর্থন ওদের থাকবে। মরক্কো ও ইরাক ম্যাচেও এমন ছিল মনোযোগ ধরে রাখতে হবে। ফুটবল খেলাটা আমাদের নিয়ন্ত্রণে, অন্য কিছু নিয়ে শক্তি ক্ষয় করতে চাই না।

তবে শেষ পর্যন্ত দেখা যাক মাঠে লড়াইয়ে কাদের জয় হয়। ফ্রান্সের প্রথম নাকি আর্জেন্টিনার টানা দুই জয় এবং সেমিফাইনালের টিকিট।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST