খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফ্যাশন দুনিয়ায় বরাবরই নিজের ঐতিহ্য বজায় রাখতে বদ্ধপরিকর আইএনআইএফডি৷ প্রত্যেক বছরের মতো এবছরেও স্বভূমির রং দরবারে আয়োজিত হয়েছিল ফ্যাশন শো৷ ফাইনাল বর্ষের ফ্যাশন এন্ড ট্যাক্সটাইল বিভাগে পড়ুয়াদের প্রস্তুতি কেমন তা জানার জন্যেই এই ফ্যাশন শো-এর আয়োজন৷
টুমরো মেকার্সদের উদ্যোগে এই ফ্যাশন শো-তে বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ, ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত, অগ্নিমিত্রা পল, আয়ুশমান মিত্র৷ এছাড়াও উপস্থিত ছিলেন আইএনআইএফডি লিন্ডসে স্ট্রিটের ডিরেক্টর জন মান্থোস এবং সুজান মান্থোস৷
এবছরের শো-স্টপারের ছিলেন অভিনেত্রী দ্বীতি সাহা৷ এদিনে লিন্ডসে স্ট্রিটের শাখার ফ্যাশন টেক্সটাইল বিভাগের ছাত্রছাত্রীদের ১৮ টি সিকোয়েন্স প্রেজেন্ট করে৷ অনুষ্ঠানে এসে অগ্নিমিত্রা পল জানান, “এটা দেখে আমার অপরিমেয় সন্তুষ্টি হল যে ছাত্র ছাত্রীরা কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করছে৷ এদের উদ্যম এবং উৎসাহ অবিশ্বাস্য৷ আমি আইএনআইএফডি-এর লিন্ডসে স্ট্রিট শাখার সমস্ত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানাই এত ভালো একটি ফ্যাশন শো উপস্থাপনা করার জন্য৷”
অপরদিকে শর্বরী দত্ত বলেন,”একটি নিখুঁত ফ্যাশন উৎসবের অংশ হয়ে খুব আনন্দ হচ্ছে৷ সুডেন্টসদের এই শো দেখে আমি খুব মুগ্ধ৷
খবর২৪ঘণ্টা.কম/রখ