খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি আত্মগোপন করায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মোবাইল ফোন বন্ধ করে রাখায় তাকে শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাকে খুঁজে বের করতে প্রযুক্তির সহায়তায় চেষ্টা করছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, পেশায় নির্মাণশ্রমিক ওই ব্যক্তির বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নাজিরপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত সোমবার উপজেলায় আট ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ওই নির্মাণ শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নকর্মীর রিপোর্ট পজিটিভ আসে। বাকি ছয়জনের প্রতিবেদনে নেগেটিভ আসে।’
গতকাল বৃহস্পতিবার সকালে ওই নির্মাণশ্রমিককে তার করোনা আক্রান্তের খবর জানতে পারেন। এরপর তিনি মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।
ইউএনও জানান, ওই ব্যক্তিকে খুঁজে বের করতে তার ভাড়া বাড়িসহ বিভিন্ন কর্মস্থলে গিয়েও সন্ধান পায়নি প্রশাসনের লোকজন। মোবাইল বন্ধ করে রাখায় তাকে শনাক্তও করা যাচ্ছে না। এ কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তিকে খুঁজে বের করতে কাজ করছেন বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক।
খবর২৪ঘন্টা/নই