খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করেছেন বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।
ফোনালাপে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কী জবাব দিয়েছেন, এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনি (ওবায়দুল কাদের) কী বলেছেন এটা ওনাকে জিজ্ঞাসা করলে বেটার (ভালো) হবে। এখন প্রশ্ন একটাই, দেশনেত্রীর শরীরের যে অবস্থা, গুরুতর অবনতি হয়েছে। ট্রিটমেন্টের জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবার থেকেই আবেদন জানানো হয়েছে।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার বা অন্য কারো এখন আর এগুলো নিয়ে কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, ম্যাডামের মুক্তির দাবিটা নিয়ে আমরা আজকে নয়, গত ২ বছর ধরেই আমরা কোর্টে যাচ্ছি, কথা বলছি, রাস্তায় নামছি, চিৎকার করছি। সারা দেশবাসী এই মুহূর্তে ম্যাডামের মুক্তির দাবি করছে। একই সঙ্গে আজকে তার (খালেদা জিয়া) পরিবারও করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকদিন আগেই তারা (পরিবার) লিখিতভাবে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরকে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য চিঠি দিয়েছেন। চেয়ারপারসনের আইনজীবীদের সঙ্গে তার মামলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
এর আগে, সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।’