1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফেসবুকে আপত্তিকর পোস্ট যুবকের ১০ বছরের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

ফেসবুকে আপত্তিকর পোস্ট যুবকের ১০ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কলেজেছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় নওগাঁর মান্দার যুবক সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে আসামিকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়ার শাহাদৎ হোসেন সাধুর ছেলে সোহেল রানা (২২)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, একই গ্রামের এক কলেজেছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দেয় সোহেল রানা। কিন্তু কলেজছাত্রী তা প্রত্যাখ্যান করে। এই ক্ষোভে ২০১৮ সালের ৪ মে রাতে ফেসবুকে ওই ছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেন তিনি। পরে তাকে মোবাইল ফোনসহ র‌্যাব আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০১৮ সালের ১৪ জুন মান্দা থানায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বিচারক এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST