খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদে ফের স্পিকারের দায়িত্ব পেলেন ড. শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে ফের নির্বাচিত হয়েছেন তার আগের সহকর্মী অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
আজ বুধবার একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানো হবে।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ২টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে স্পিকার ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবকারী ও সমর্থনকারী ঠিক করা হবে।
খবর২৪ঘণ্টা, জেএন