1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফের শ্রীঘরে ঠাঁই মেসির ভাইয়ের, ধরিয়ে দিলেন বাবা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

ফের শ্রীঘরে ঠাঁই মেসির ভাইয়ের, ধরিয়ে দিলেন বাবা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ ঘণ্টা , স্পোর্টস ডেস্ক: আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ভাই ফের কারারুদ্ধ হলেন সোমবার৷ ২০০৮ সালে আগ্নেয়াস্ত্র রাখার করণে কোমরে দড়ি পড়েছিল লিওনেলের ভাই মাতিয়াসের৷ একই ঘটনার পুনরাবৃত্তি হল আবার৷ এবারের কারণটাও একই৷ প্রোসেকিউটরের দাবী মাতিয়োস নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন৷

প্রোসেকিউটর’স অফিস ফর সাইবারক্রাইমস অ্যান্ড ওয়েপনসের শীর্ষকর্তা লুকাস আলতারে জানান যে সোমবার মাতিয়াস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ৩০০ কিলোমিটার দূরে রোজারিওতে নিজের বাড়ি চলে যান৷ ৩০ নভেম্বর তাঁর রক্তাক্ত বোট থেকে উদ্ধার করা হয় পিস্তল৷ তারপর থেকে তাঁকে পুলিশ খুঁজছে হন্যে হয়ে৷ কিন্তু তাঁকে পাওয়া যায়নি৷ সূত্রের খবর মুখমন্ডলে চোট লাগায় তিনি হাসপাতালে শুশ্রুষার জন্য ভর্তি ছিলেন৷

সোমবারই তাঁকে পুলিশ গ্রেফতার করে তাঁর বাড়ি থেকেই৷ আলতারে জানিয়েছেন, ‘‘মেসির বাবা, জর্জ মেসির সঙ্গেই চুক্তি করে মাতিয়াসকে আটক করা হয়েছে৷’’ মাতিয়াসের এই অপরাধের জন্য তাঁকে শ্রীঘরেই কাটাতে হবে সাড়ে তিন থেকে আট বছর পর্যন্ত৷ যদিও মাতিয়াসের উকিল লঘু স্বরে জানিয়েছেন, ‘‘মাতিয়াস খুবই ভালো মানুষ৷ ও পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি৷’’
একবার নয় এই নিয়ে দু’বার মাতিয়াসের হাতে পড়ল হাতকড়া৷ আগেও বহুবার আইন ভাঙার অভিযোগ উঠেছে মাতিয়াসের বিরুদ্ধে৷ গত বছরই তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল পিস্তল৷ ড্রাগ সেবনের অভিযোগেও অতীতে তিনি জরিমানা দিয়েছেন৷ এই ঘটনার দরুন ফের মেসি পরিবার পুলিশের ফাঁদে৷

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST