আন্তর্জাতিক ডেস্ক: ফের বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার একটি বাজারে৷ এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৪০৷ তবে এই ঘটনায় কারও হাত রয়েছে কিনা, কীভাবে লাগলো এতো বড় একটি আগুন তার তদন্ত শুরু হয়েছে৷ আপাতত হাসপাতালের আহতদের চিকিৎসা চলছে৷
প্রসঙ্গত, ১৯৯১-এর পর থেকেই মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে সোমালিয়ার পরিবেশ৷ গত মাসের শেষের দিকে সোমালিয়ার রাজধানীতে একটি হোটেলের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণে ৫ জনের প্রাণ যায়৷ এই ঘটনার পিছনে আল-শাবাব গোষ্ঠীর হাত ছিল বলে জানা যায়৷