ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফের বাড়ানো হলো ভোজ্যতেলের দাম

খবর২৪ঘন্টা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে দেশের বাজারে ফের বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা এবং বোতলজাত লিটারপ্রতি ৮ টাকা বাড়ছে। এ ছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ছে। আগামীকাল সোমবার(৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রবিবার(৬ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। আর বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ টাকা ও পাম তেলের দাম ছিল ১১৮ টাকা।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।