খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া নামক স্থানে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শুক্রবার ভোরে লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।