খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফেনী সদরের ধর্মপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত সেই মাদক বিক্রেতার নাম আনোয়ার হোসেন রাজু (২৫)।
সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান-শ্যুটার গান, ১ টি দেশীয় বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ৫ টি খালি খোসা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রেতারা একটি চালান নিয়ে ধর্মপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি দল সেখানে অভিযান চালায়। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে রাজু নামে এক মাদক বিক্রেতারা মরদেহ উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ