খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ধুমঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও চালবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লক্ষীপুর থেকে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়া পথে ধুমঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি চালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তন ২০জন।
খবর২৪ঘণ্টা.কম/নজ