খবর২৪ঘণ্টা, ডেস্ক: ফেনীতে পুলিশর সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম বাবুল ওরফে কসাই বাবুল নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজলার ধর্মপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।
নিহত বাবুল সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার পাদ্দোর বাড়ির আব্দুল মালকের ছেলে।
পুলিশ জানায়, ফেনী সদর উপজলার ধর্মপুর সীমান্ত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে অন্যান্য ডাকাতরা পালিয় গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম বাবুল ডাকাতকে উদ্ধার করা হয়।
পরে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।
নিহত বাবুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন