খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহি বাস গিরিখাতে পড়ে অন্তত ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার ফিলিপাইনের পুলিশ জানায়, অক্সিডেন্টাল মিন্ডোরা প্রদেশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে পঞ্চাশ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।
নিয়ম-কানুনের ত্রুটি এবং খারাপ রাস্তার কারণে ফিলিপাইনে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/রখ