1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফিট থাকলে আথলেতিকের মাঠে খেলবেন মেসি - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

ফিট থাকলে আথলেতিকের মাঠে খেলবেন মেসি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক দলের অনুশীলনে অনুপস্থিত থাকায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা তারকা লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে জানিয়েছেন, ফিট থাকলে ম্যাচটিতে খেলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা লিগার ম্যাচটিতে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় আথলেতিকের মাঠে খেলতে নামবে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
গত শনিবার স্পেনের শীর্ষ লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের সঙ্গে ট্যাকলে ডান উরুতে আঘাত পান ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

চোটের কারণে কাম্প নউয়ে গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে শুরুর একাদশে খেলা হয়নি মেসির। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। শুক্রবার দলের অনুশীলনে অনুপস্থিত থাকায় আথলেতিকের বিপক্ষেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ম্যাচটির আগের দিন মেসি প্রসঙ্গে ভালভেরদে বলেন, “সবসময়কার মতোই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে আমরা ওই দিন ঝুঁকি নিতে চাইনি। রোববারের ব্যাপারটি নিয়েও আমরা একই পরিস্থিতিতে আছি।”

“সে সুস্থ আছে। তবে সে যদি অন্য সময়ের মতো শতভাগ ফিট থাকে তাহলে খেলবে। ফিট থাকলে খেলবে, না থাকলে খেলবে না।”

আথলেতিকোর মাঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকেও পাচ্ছে না বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তরুণ এই খেলোয়াড়। তবে সুসংবাদ হলো, দীর্ঘ দিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার সামুয়েল উমতিতি।

এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ। তৃতীয়স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST